নরসিংদীতে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার উত্তর চরমান্দালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতে নিহত শিশুদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, চরমান্দালিয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে মিলি (৭), সে চরমান্দালিয়া কিন্ডার গার্ডেনের ১ম শ্রেণির ছাত্রী। একই গ্রামের আসাদ মিয়ার তৃতীয় শ্রেণির স্কুল পড়ুয়া মেয়ে রিক্তা (১০) ও শিখা (৮)।

পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্র জানায়, বিকেল ৩টার দিকে রিক্তা, শিখা ও মিলি বাড়ির অদূরে খেলা করছিল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও বাড়ি ফেরেনি। এরপর খোঁজ করেও তাদের পাওয়া যাচ্ছিল না। পরে রাতে নিহতদের বাড়ির পাঁচশ’ গজ দূরে উত্তর চরমান্দালিয়া গ্রামের আবুল কাশেমের পুকুরে মরদেহ ভেসে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয়রা পুকুর থেকে একে একে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।

মনোহরদী রামপুর ফাঁড়ির ইনচার্জ এসআই তানবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।