নারীর সঙ্গে চালকের মারামারি, বাস নদীতে পড়ে নিহত ১৩

চীনে সেতু থেকে নদীতে পড়ে যাওয়া একটি বাসের সিকিউরিটি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে একজন যাত্রীর সঙ্গে মারামারি করছিলেন চালক।

চংকিং প্রদেশের ১৬৪ ফিট উঁচু একটি সেতু থেকে বাসটি ইয়াংজি নদীতে পড়ে গেলে ১৩ জন নিহত হন।
শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, দুর্ঘটনার পর এখনো দু’জন নিখোঁজ রয়েছেন।

আগে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, উল্টো দিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে রোববার বাসটি সেতু থেকে পড়ে যায়।

কিন্তু, ভিডিও ফুটেজে দেখা যায়, বাসের চালককে একজন নারী যাত্রী আঘাত করলে তিনিও তাকে পাল্টা আঘাত করেন। এরপর দ্রুত গতিতে চলতে থাকা বাসটি পাশের লেনে চলে যায় এবং ব্রিজের রেলিং ভেঙে নদীতে গিয়ে পড়ে। এরপরই ভিডিও রেকর্ডিং বন্ধ হয়ে যায়।

পুলিশের উদ্ধৃতি দিয়ে চীনের রাষ্ট্রীয় পত্রিকা চায়না ডেইলি জানায়, যাত্রী ও চালকের মারামারির কারণেই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ বলছে, ৪৮ বছর বয়সী ওই নারী যাত্রীর নাম লিউ। বাসের চালক নির্ধারিত স্টপেজে না থামানোয় তিনি ক্ষিপ্ত হন এবং মোবাইল ফোন দিয়ে আঘাত করেন।

বাসটি উদ্ধার করতে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করা হয়। ডুবুরিদের কয়েকটি দল, কয়েক ডজন নৌকা এবং ক্রেন ব্যবহার করেও কাউকে জীবিত উদ্ধার করা যায়নি।

বুধবার রাতে ৭১ মিটার গভীর নদী থেকে বাসটি টেনে তোলা হয়।