নারী || আফসান আলম

নারী
আফসান আলম


আমি বুকের মানিকের লাগি
খোদার দুয়ারে আঁচল পাতা জননী।
আমি পিতৃ শোকে ভেঙ্গে পড়া সেই তরুণী।
আমি সুখে-দুঃখে পুরুষের পাশে থাকা রমণী।
আমি অসুস্থ ভাইয়ের পাশে রাত জাগা বোনটি।
আমি দুঃস্থের লাগি অশ্রু জড়ানো তেরেসা।
আমি নারী জাগরণের শ্রেষ্ঠ মানবী বেগম রোকেয়া।
আমি মুক্তির লাগি আমৃত্যু যোদ্ধা রানী লক্ষ্মী ভাই।
আমি একাত্তুরে গর্জে ওঠা সেঁতারা,তারামন, কাঁকন বিবি।
আমি সহজ,আমি সরল
আমি মমতাময়ী শীতল প্রাণ-
শত দ্বিধা ভুলে বুকে টেনে নেই বার বার।
আমি সৃষ্টি,আমি ধ্বংস
আমি লয় বিলয়ের কারণ।
আমি চণ্ডী, আমি কালি
আমি মহামায়া অসুরনাসিনী দুর্গেশ্বরী।
আমি বিষুভিয়াসের টগবগে লাভা
জ্বালায়ে পোড়ায়ে সব করে দেবো ছাড়খার।
আমি ধরণীর মাঝে বেঁচে থাকা অশোকের তরবারি।
আমি শক্তি, আমি নারী!