নারী ক্রিকেটার হিসেবে প্রথম ৩০০ উইকেট শিকার ঝুলনের

বিশ্বের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিকে ৩০০ উইকেট শিকারের নতুন মাইলফলক স্পর্শ করেছেন ভারতীয় পেস বোলার ঝুলন গোস্বামী।

শুধু বল হাতেই নয়! ব্যাট হাতেও অসাধারণ খেলে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এ অলরাউন্ডার। ১০ টেস্ট, ১৭০ ওয়ানডে এবং ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ভারতীয় এই ডানহাতি ব্যাটসম্যান সংগ্রহ করেন ১ হাজার ৬৯৯ রান।

গত মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে ওয়নাডে ম্যাচে ৮ ওভারে মাত্র ১৩ রানে দুই উইকেট শিকার করেন ঝুলন।

আর এই দুই উইকেট শিকারের মধ্য দিয়ে টেস্ট (৪০), ওয়ানডে (২০৫) এবং টি-টোয়েন্টি (৫৬) মিলে ঝুলনের শিকার ৩০১টি উইকেট।