নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আইসিইউতে মুক্তামণি

হেমানজিওমা রোগে আক্রান্ত শিশু মুক্তামণির নিউমোনিয়া হয়েছে বলে আশঙ্কা করছেন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে বার্ন ইউনিটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

শনিবার সন্ধ্যায় ডা. সামন্তলাল সেন জানান, মুক্তামণি নিউমোনিয়ায় আক্রান্ত। তার লাং (ফুসফুস) এর একপাশ আগে থেকেই অকার্যকর ছিল। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অন্য লাং ও প্রায় অকার্যকর হয়ে পড়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তবে নিউমোনিয়ার সঙ্গে হাতের টিউমার কিংবা অস্ত্রোপচারের কোন সম্পর্ক নেই বলে তিনি জানান।

সামন্ত লাল সেন বলেন, বিকেল সাড়ে ৪টার সময় মুক্তামণিকে দেখে এসেছি। মেয়েটির সঙ্গে একটি আত্মিক সম্পর্ক হয়ে গেছে। মেয়েটার ওপর দিয়ে একটার পর একটা ধকল যাচ্ছে। খুব কষ্ট লাগছে। সবাই মুক্তামণির জন্য দোয়া করবেন।

মেয়েটির মধ্যে বাঁচার ইচ্ছা প্রবল। মনের জোরে সব সময় বলছে, ভালো আছি।

মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেন বলেন, চিকিৎসকেরা আইসিডিডিআরবি থেকে মুক্তামণির কফ পরীক্ষা করতে বলেছেন। কাশির পাশাপাশি মেয়ের গায়ে জ্বরও আছে।