নির্বাচন পর্যবেক্ষণে ১২টি দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১২টি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে যুক্তরাজ্য। এছাড়াও যুক্তরাষ্ট্রের সহায়তায় কয়েক হাজার স্থানীয় পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন।

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক রাজনৈতিক কর্মকর্তার বরাত দিয়ে শনিবার(০১ ডিসেম্বর) এ সংবাদ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স।

যুক্তরাষ্ট্রের ওই রাজনৈতিক কর্মকর্তা বলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র এক ডজন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। প্রতিটি দলে দুইজন করে পর্যবেক্ষক থাকবেন। ১২টি দল দেশের বেশিরভাগ স্থানে নির্বাচন পর্যবেক্ষণ করবে।

বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে ওই কর্মকর্তা আশা প্রকাশ করেন।

এর আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে না বলে জানানোর পর থেকে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কিনা তা নিয়ে গুঞ্জন চলছিল।

তবে দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার এ বক্তব্যের পর বিষয়টি পরিস্কার হয়েছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক জোটের নেতৃত্ব প্রায় সব দল অংশ গ্রহণ করছে। আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচনের মাঠে রয়েছে মহাজোট। অন্যদিকে বিএনপির নেতৃত্বে নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট।