নির্বাচন সময়মতো হবে কিনা জানতে চেয়েছেন ভারতীয় হাইকমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ও নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়।

এ বিষয়ে সিইসি কেএম নূরুল হুদা বলেন, ‘এটি মূলত সৌজন্য সাক্ষাৎ। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ভারতীয় হাইকমিশনার সাক্ষাৎ করতে এলেন। সাক্ষাতে নবগঠিত কমিশনকে শুভেচ্ছা জানান ভারতীয় হাইকমিশনার।’

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সাক্ষাতে দুই জনের মধ্যকার ব্যক্তিগত জীবন ও কর্মজীবন নিয়ে আলোচনা হয়েছে। তবে ভারতীয় হাইকমিশনার জানতে চেয়েছেন সংসদ নির্বাচন টাইমলি (সময়মতো) হবে কিনা। আমি জানিয়েছি, সংবিধানে যেভাবে বলা আছে, সেই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতীয় হাইকমিশনার জানতে চেয়েছেন, নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত কী না। আমি জানিয়েছি, নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। নির্বাচনের আয়োজনে কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা রয়েছে। আমরা নির্বাচনী রোডম্যাপ তৈরি করছি। আগামী ২৩-২৪মে রোডম্যাপ চূড়ান্ত করা হবে। ওই রোডম্যাপ অনুযায়ী বাকি প্রস্তুতি শেষ করা হবে।’

সাক্ষাতে নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার এবং ভারতীয় হাইকমিশনার পক্ষে হাইকমিশনার ছাড়াও ফাস্ট সেক্রেটারি রাজেশ উইকে ও প্রেস অ্যাটাশে রঞ্জন মণ্ডল উপস্থিত ছিলেন।

আগামী বছরের ৩০ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।