নেইমারকে খোঁচা দিয়ে যা বললেন মেক্সিকো অধিনায়ক

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয় মেক্সিকো। আর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। আর ব্রাজিলের হারের পর নেইমারদের কাটা গায়ে নুনের ছিটা দিলেন মেক্সিকো অধিনায়ক হুয়ান গুয়াদার্দো।

বলতে পারেন, ঝোপ বুঝে কোপ মারলেন গুয়াদার্দো! ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর নেইমারকে খোঁচা মেরেছেন তিনি।

ঘটনার শুরু শেষ ষোলোর নকআউট পর্বে। ওই ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-মেক্সিকো। নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে সেদিন ২-০তে হেরে যায় গুয়াদার্দোর দল। অবশ্য ফাউলের সময় নেইমারের প্রতিক্রিয়া নিয়ে ম্যাচের আগে মেক্সিকো অধিনায়ক বলেছিলেন, ‘নেইমারকে আমরা সবাই চিনি। এটা আমার বা আমাদের বিচার না। রেফারি এবং ফিফার কাজ। তবে তার(নেইমার) খেলার স্টাইল খুব ভালোভাবে দেখতে হবে। কারণ ফাউলের সময় সেটাকে নেইমার অতিরঞ্জিত করে তোলে। তিনি বারবার পড়ে যেতে পছন্দ করেন। কিন্তু আমি এটা আবারও বলি যে, এটা তার খেলার স্টাইল। আর এটা বিচার করার দায়িত্ব শেষ পর্যন্ত অফিসিয়ালদের। আমাদের না।’

গুয়াদার্দোর কথার জবাব ম্যাচ শেষে দিয়েছিলেন নেইমার। বলেছিলেন, ‘অনেক কথা বলে, খুব বেশি এবং তারা বাড়ি ফিরে গেছে।’

এই বাকযুদ্ধে শেষ চালটা দিলেন মেক্সিকান অধিনায়কই। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর সেই প্রসঙ্গ তুলে ইনস্টাগ্রামে নেইমারকে খোঁচা দিয়ে শুধু লিখেছেন, ‘এখন কারা বাড়ি যাচ্ছে?’