নোয়াখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাধা, আহত অর্ধশতাধিক

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার নেতা-কর্মীরা ব্যারিস্টার মওদুদ আহমদের গ্রামে বাড়িতে যাওয়ার পথে বিভিন্ন স্থানে বাধা ও হামলার স্বীকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বিএনপি’র অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এসময় একটি মোটরসাইকেলে আগুন ও একটি বাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন, চরহাজারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুর নবী বাবুল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সুমন ও জামাল উদ্দিন। আহতদের মধ্যে রয়েছেন, কোম্পানীগঞ্জ উপজেলার ছাত্রদল কর্মী ফারুক, ওসমান, সজিব, তারেক, জুয়েল, আবদুল্লাহ আল মামুন, রাফি, রাকিব, উজ্জল, মাঈন উদ্দিন, আজাদ, সাফায়েত উল্যাহ, কায়েস, শরিফ, রেজ্জাক, রোমন, কবিরহাট উপজেলার আরিফ, রাজু, আরমান, শাকিব, মামুন, রাজান, আকবর, একরাম, লাদেন, সুমন, রুবেল, সাদ্দাম সহ অর্ধশতাধিক নেতাকর্মী। বিএনপির নেতাকর্মীরা জানান, সকালে মওদুদ আহমদের বাড়ি সংলগ্ন কেঞ্জাতলী এলাকায় কবিরহাট উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নুরুল আবরারের মোটরসাইকেল পুড়িয়ে দেয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। দুপুরে বসুরহাট বাজারের নিত্যনন্দ মেডিকেলের উত্তরে প্রধান সড়কে ওপর ঢাকা মেট্রো-জ-১৪-১৮৫১ বাস ভাঙচুরও করে তারা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল রহমান রাজন জানান, আমরা শান্তিপূর্ণ ভাবে বিএনপির স্থায়ী সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়ী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবাষির্কী পালন করে যাওয়ার সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা আমাদের গাড়ীতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এছাড়াও আমাদের দুরদুরান্ত থেকে আসা আমাদের নেতাকর্মীবাহী ২টি বাস, একটি মোটর সাইকেল ও ৫টি সিএনজি গাড়ী ভাঙচুর করে তারা। এতে আমাদের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না জানান, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের নিজেদের মধ্যে বিশৃংখলা ও সংঘর্ষে জড়িত হয়ে ভাঙচুর চালিয়েছে। এতে ছাত্রলীগের নেতাকর্মীদের কোন সম্পৃক্ততা নেই। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জান জানান, বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।