নোয়াখালীতে নানা আয়োজনে মৎস সপ্তাহের উদ্বোধন

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : “মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদযাপনে নোয়াখালীতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য রালী, আলোচনা সভার ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে সাত দিনব্যাপী মৎস সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) দুপুর ১২টায় জেলার শহর মাইজদী বিআরডিবি ট্রেনিং সেন্টারে জেলা প্রশাসন ও জেলা মৎস অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস সপ্তাহের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। জেলা মৎস কর্মকর্তা ড. মো. মোতালেব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, সোনাইমুড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, মৎস খামারী ও বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহাজাহান, সাংবাদিক ফয়জুল ইসলাম জাহান প্রমুখ। পরে দুপুরে অতিথিবৃন্দ, মৎস চাষী ও জেলা মৎস অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। একই মৎস চাষে বিশেষ অবদান রাখায় পাঁচ মৎস খামারীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। সাত দিনব্যাপী সপ্তাহে কর্মসূচির মধ্যে রয়েছে, মাইকিংয়ের মাধ্যমে মৎস্য আইনের প্রচারণা, মৎস্য সেক্টরের কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলন। সড়ক র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা। মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনাসভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন। মৎস্য আইনে ফরমালিন বিরোধী অভিযান পরিচালনা ও মোবাইল কোর্ট পরিচালনা। স্কুল-কলেজে মাছ চাষ বিষয়ে আলোচনাসভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন। হাটবাজারে উদ্ভুদ্ধকরণ সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন। মূল্যায়ণ সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।