নোয়াখালীতে পৌর কর্মকর্তা-কর্মচারিদের কর্মবিরতি

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : পৌর কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রাপ্তির লক্ষ্যে টানা তিনদিনের কর্মবিরতি শুরু করেছেন নোয়াখালী জেলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন। রোববার সকাল ১০টা থেকে পৌরসভার সামনে তারা এই কর্মবিরতি পালন শুরু করে। তা বিকেল ৫ টা পর্যন্ত চলবে। নোয়াখালী পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে এতে বক্তব্য রাখেন,নোয়াখালী জেলা কমিটির সহ-সভাপতি ও নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, সাধারন সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মূর্তজা, দপ্তর সম্পাদক আবদুল হালিম মিলন সহ প্রমূখ। নোয়াখালী পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নোয়াখালী পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ মাহবুবুর রহমান বলেন,আমরা পৌর কর্মকর্তা-কর্মচারীর পৌরসভার উন্নয়নে কাজ করে থাকি। কিন্তু আমরা রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই আমাদের দাবি আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের এ কর্মবিরতি চলবে।