নোয়াখালীতে বই পেয়ে প্রাণের উৎসবে মিলিত হলো শিক্ষার্থীরা

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : “বই জ্ঞানের আধার, শিক্ষা মোদের অধিকার” এ শ্লোগানে নোয়াখালীতে নতুন বছরের প্রথম দিনে হাতে বই পেয়ে প্রাণের উৎসবে মিলিত হয়েছে শিক্ষার্থীরা। সোমবার (০১ জানুয়ারী) সকাল ১০টায় জেলা সদরের চর করমূল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক তুলে দিয়ে জেলায় বই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন সেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির, শাহীনুল ইসলাম মজুমদার, এওজবালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুস জাহের। অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মুহীউদ্দীনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, চর করমূল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম.এম খায়রুল্ল্যা, করমূল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল্ল্যা, স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান।নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীরা হাতে পাঠ্যপুস্তুক পেয়ে মহা আনন্দে প্রাণের উৎসবে মিলিত হয়েছে। সকালে ঝকঝকে তকতকে নতুন বইয়ের আশায় ছুটে এসেছে নিজ বিদ্যালয়ে। হাতে বই নিয়ে সহপাঠিদের সাথে আনন্দের হিল্লোল ছড়িয়ে দিয়েছে শিশু-কিশোররা।