নোয়াখালী পুলিশ সুপারের সাথে বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফের সাথে বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সৌজন্য সাক্ষাত করেছেন। পরে পুলিশ সুপার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। সোমবার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে অবস্থিত বেগমগঞ্জ উপজেলার প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিঠু’র নেতৃত্বে সদস্যরা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে ফুল দিয়ে জেলার পুলিশ সুপার ইলিয়াছ শরীফকে শুভেচ্ছা জানান। পুলিশ সুপার সাংবাদিকদের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি তার নিজ কার্যালয়ে এক আনুষ্ঠানিক মতবিনিময় সভার আয়োজন করেন। এসময় নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম সহ পুলিশ সুপার কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার ইলিয়াছ শরীফ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকরাই পারে সমাজের চেহারা পাল্টে দিতে। তবে এর জন্য সাংবাদিকদের সৎ ও নির্ভীক থাকতে হবে। কিন্তু বর্তমানে এ মহান পেশায় কিছু অসৎ লোক ঢুকে পড়ে মহান সাংবাদিকতাকে হেয় প্রতিপন্ন করছে। এদেরকে প্রতিরোধ করতে হবে। তিনি আরো বলেন, সাংবাদিকতা পেশা একটি ঝূঁকিপূর্ণ পেশা। এ পেশায় কেউ কাজ করতে গিয়ে কোনো সমস্যা বা হামলা শিকার হলে, পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। তবে এ পেশার মাধ্যমে কোনো সাংবাদিক যদি ব্যাক্তিগত স্বার্থ হাসিল করতে চায়। পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবে। পুলিশ সুপার বর্তমান সমাজের মরণব্যাধি মাদক প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানিয়ে সাংবাদিকদের বলেন, সাংবাদিকদের গঠনমূলক লেখনীর মাধ্যমে সম্ভব সমাজকে মাদক মুক্ত করা। এ বিষয়ে তিনি সাংবাদিক ও পুলিশ প্রশাসন একসাথে কাজ করার প্রতিও জোর দেন। এসময় উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিঠু, এ.জেড.এম আজিজ, সাইফুর রহমান রাসেল, প্রফেসর ডা. আবু নাছের, এইচ.এম আয়াত উল্যা, আরেফিন শাকিল, নাজিম উদ্দিন মিলন, খায়রুল আলম রিফাত, মোঃ সাইদুজ্জামান রাজু, বোরহান উদ্দিন সবুজ, রিপন মজুমদার সহ আরো অনেকে।