পদত্যাগ করলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান

মার্চে বল ট্যাম্পারিং কেলেঙ্কারির পর গত সাত মাসে বেশ কয়েকজন তারকার পতন দেখতে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ)। প্রথমে অস্ট্রেলিয়া দল ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হন সেই সময়ের অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। তারপরই পদত্যাগ করেন কোচ ড্যারন লেম্যান। পরে অবসরে যান সিএ’র দীর্ঘদিনের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।

এবার সেই দলে যোগ দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড পেভারও। অস্ট্রেলিয়া দলের সংস্কৃতি নিয়ে বিতর্কের মুখে পদত্যাগ করলেন তিনি। গত সপ্তাহেই তিনি ৩ তিন বছরের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সিএ’র ১১৩ বছরের ইতিহাসে প্রথম চেয়ারম্যান হিসেবে নিজের মেয়াদ শেষের আগেই সরে দাঁড়াতে হল পেভারকে।

এদিকে পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হওয়া পর্যন্ত বর্তমান কো-চেয়ারম্যান আর্ল এডিঞ্জ দায়িত্ব পালন করবেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘নারী ক্রিকেটের বিকাশে পেভার কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন। এবং ক্রিকেটে নারীদের অংশগ্রহণ ও উপস্থিতিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

তিনি আরো বলেছেন, ‘তবে আমরা ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ার ক্রিকেটকে পুনর্গঠন করে আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই। ক্রিকেট কমিউনিটিতে নিজেদের আস্থার জায়গা ফিরিয়ে আনতে বোর্ড সবসময়ই সচেতন। আমরা ক্রিকেটকে শক্তিশালী করতে বদ্ধ পরিকর।’

পদত্যাগের পর এক সংবাদ সম্মেলনে পেভার বলেছেন, ‘চেয়ারম্যান হিসেবে আমি বোর্ডের জন্য কাজ করেছি। এবং ডিরেক্টর হিসেবে আমাদের ও আমাদের রাজ্যগুলির জন্য কাজ করেছি। সম্মান ও দায়িত্বশীলতা নিয়ে আমি ক্রিকেটের জন্য কাজ করেছি।’