পরাজয়ের গ্লানি ঢাকতেই আ. লীগের বিজয় উৎসব : ফখরুল

পরাজয়ের গ্লানি ঢাকতেই আওয়ামী লীগের বিজয় উৎসব করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নেই বলেই আওয়ামী লীগ এক দলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে।

শনিবার (১৯ জানুয়ারি) সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সিনিয়র নেতারা।

পরে দোয়া ও মোনাজাত করেন তারা। বিএনপি, ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটে কোনো বিরোধ নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘৩০ ডিসেম্বর গণতন্ত্রের পরাজয় হয়নি আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে। আওয়ামী লীগ জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা যে ক্ষমতা কেড়ে নিয়েছে সে ক্ষমতার বিজয় উৎসব পালন করতে যাচ্ছে। এখানেই বোঝা যায় আওয়ামী লীগের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নাই, তারা গণতন্ত্র বিশ্বাস করে না। বিএনপির মধ্যে কোনো টানাপোড়েন নেই, ঐক্যফ্রন্টের মধ্যে ঐক্য আছে।’