পরীক্ষার্থীর পকেটে হাত দিয়ে গাঁজা পেলেন ম্যাজিস্ট্রেট

এসএসসি পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীর পকেটে হাত দিয়ে গাঁজা পেয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করাসহ পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষার্থীর নাম মো. রাজু। সে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী এসহাকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

ঘটনার সতত্যা স্বীকার করে বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা জানান, চান্দখালী এসহাকিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার হলে দায়িত্ব পালন করছিলেন তিনি। এ সময় ওই শিক্ষার্থীকে সন্দেহ হলে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে রাজুর কাছে কোনো নকল পাওয়া না গেলেও ১০ গ্রাম গাঁজা পাওয়া যায় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা। পরে রাজুকে এসএসসি পরীক্ষা থেকে বহিষ্কারের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

এ বিষয়ে বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ বলেন, রাজুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।