পশ্চিমবঙ্গে বামদের ভরাডুবি

এবারের লোকসভা নির্বাচনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আরো ভরাডুবি হলো বামদের। এবার যেন তাদের অস্তিত্ব নিশ্চিহেৃর পথে। কারণ ২০১১ সালে বাম রাজত্বের পতনের পর ২০১৪ সাল অর্থাৎ গত লোকসভা নির্বাচনে দুটি আসন পেয়েছিল বামরা।

কিন্তু এবারের নির্বাচনে তাদের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এবার বামরা একটি আসনও পায়নি।

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ বলছে, বৃহস্পতিবার সকালে গণনা শুরু হওয়ার পর ঘণ্টা পেরুতেই মোটামুটি স্পষ্ট ভোটের ট্রেন্ড৷ বাংলা থেকে আক্ষরিক অর্থে মুছে যেতে চলেছে বামেদের নাম ও চিহ্ন৷ বামেদের ভোট শেয়ার শূন্য৷ গোটা রাজ্যে শুধু সিপিআইএম পেয়েছে ৪.৩৬ শতাংশ ভোট৷

অন্যদিকে, বিজেপির ভোট শেয়ার এক লাফে বেড়েছে ৪৩ শতাংশ৷ প্রথম ঘণ্টার গণনা বলছে, এ রাজ্যে তৃণমূলের ভোট শেয়ার দাঁড়িয়েছে ৪৭.৭৮৷

উল্লেখ্য, ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচন শুরু হয় গত ১১ এপ্রিল। সাত দফায় ভোট শেষ হয় গত রোববার। এবার লোকসভা নির্বাচনে ৯০ কোটি ভোটারের মধ্যে প্রায় ৬০ কোটি ভোটার ভোট দেন।