পাকিস্তানের ডুবোজাহাজে ঘুম হারাম ভারতের, সন্ধান পেল নয়াদিল্লি

সম্প্রতি পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। ওই ঘটনার পর বিশেষ ডুবোজাহাজ ব্যবহার করে ভারতে পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করেছিল পাকিস্তান। সেই থেকে পাকিস্তানের বিশেষ ডুবোজাহাজের সন্ধানে নামে ভারতীয় নৌবাহিনী।

পাকিস্তানে ঢুকে ভারত যখন বালাকোটে হামলা চালায় তখন হঠাৎ করেই সীমান্তে থাকা একটি পাকিস্তানি ডুবোজাহাজ উধাও হয়ে যায়। ভারতের অনুমান ছিল, ডুবোজাহাজটি যেকোনো সময় ভারতে পাল্টা হামলা চালাতে পারে।

সেই থেকে ‘পিএনএস-সাদ’ নামের পাকিস্তানের ওই ডুবোজাহাজ নিয়ে দিল্লির ঘুম হারাম হয়ে যায়। ভারতীয় নৌবাহিনী প্রায় ২১ দিন ধরে সেটির খুঁজতে থাকে।

ডুবোজাহাজটি খুঁজে পেতে এবং হামলা মোকাবেলা করতে ভারত তার বিশেষ অ্যান্টি-সাবমেরিন রণতরি, পি-৮ আই বিমান, পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন, স্করপেনি ক্লাস সাবমেরিন মোতায়েন করে।

খোঁজাখুঁজির ২১ দিন পর পাকিস্তানের পশ্চিম দিকে পিএনএস সাদের খোঁজ ভারতীয় নৌবাহিনীর সদস্যরা।

সূত্র: ইন্ডিয়া টুডে