পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৫

পাকিস্তানের উপজাতী অধ্যুষিত অঞ্চল খাইবার এজেন্সি’র তিরাহ উপত্যকায় বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দেশটির এক শুল্ক ও কর কর্মকর্তাসহ স্থানীয় শান্তি কমিটির চার কর্মকর্তা রয়েছেন। সোমবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, তিরাহ উপত্যকার আকাখেল এলাকায় শান্তি কমিটির একটি গাড়ির কাছে রিমোট নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে গাড়িতে থাকা শান্তি কমিটির প্রধান জারালি খান, সদস্য নূর খান, হামিদ খান ও আমির নওয়াজ নিহত হন। এছাড়া নিহত আবদুল মান্নান শুল্ক ও কর কর্মকর্তা ছিলেন।

নিরাপত্তা বাহিনী বলছে, বিস্ফোরণের খবর পেয়ে উদ্ধারকারী দল ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পোঁছেছেন।

এর আগে, গত ফেব্রুয়ারিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘রাদ-উল ফাসাদ’ নামে এক অভিযান পরিচালনা করে পাকিস্তানের সেনাবাহিনী। ওই অভিযানে সেনাবাহিনীর হাতে সন্দেহভাজন শতাধিক সন্ত্রাসী নিহত ও আরও শতাধিক গ্রেফতার হয়।