পাকিস্তানে মিলল বুদ্ধের সবচেয়ে পুরনো মূর্তি!

মাটি খুঁড়ে বের করা হয়েছে বহু পুরনো এক বুদ্ধ মূর্তি। পাকিস্তানের খাইবার পাখতুনওয়ালা প্রদেশের হাজরা অঞ্চলের হরিপুর জেলায় মিলেছে ৪৮ ফুট দীর্ঘ ঘুমন্ত বুদ্ধের মূর্তি।

এটাকেই বুদ্ধের সবচেয়ে পুরনো মূর্তি বলে মনে করা হচ্ছে।

খাইবার পাখতুনওয়ালা ডিরেক্টোরেট অব আর্কিওলজি অ্যান্ড মিউজিয়ামের পরিচালক ড. আব্দুল সামাদ জানান, এই ৪৮ ফুট লম্বা ঘুমন্ত বুদ্ধের মূর্তিটি তৃতীয় শতকের। পুরাতত্ত্ববিদরা এই মূর্তিটি আবিষ্কার করেছেন। এর মাথাটি পুরোপুরি অক্ষত রয়েছে। ভামলা স্তুপার কাছেই খননকার্য চালিয়ে এটাকে পাওয়া যায়।

আমরা এই এলাকায় খননের সময় গৌতম বুদ্ধ সংশ্লিষ্ট ৫ শতাধিক অন্যান্য জিনিসপত্র খুঁজে পেয়েছি। সঙ্গে মিলেছে ৪৮ ফুট দীর্ঘ এই মূর্তি, বলেন তিনি।

প্রাচীন তাক্সিলা ভ্যালি সভ্যতার ইতিহাসের নতুন অধ্যায়ের সন্ধান মিললে এই আবিষ্কারের মাধ্যমে।

এই স্থানটি পৃথিবীর গুটিকয়ের স্থানের একটি যা কিনা খোদ বুদ্ধের জন্যে সংরক্ষিত ছিল, জানান আব্দুল সামাদ।

সূত্র : ডন