পাক সিনেট ডেপুটি চেয়ারম্যানের গাড়িবহরে হামলা, নিহত ২৫

পাকিস্তানের বেলুচিস্তানে দেশটির এক জ্যেষ্ঠ রাজনীতিকের গাড়িবহরে হামলার ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।

বেলুচিস্তানের মাসতুং জেলায় ওই হামলার ঘটনায় সিনেট ডেপুটি চেয়ারম্যান আবদুল গফুর হায়দারি সামান্য আহত হয়েছেন।

শুক্রবার জুমার নামাজের কিছুক্ষণ পরে বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ৫০ কিলোমিটার দূরে মাসতুং জেলার একটি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় গাড়ির কাঁচ ভেঙে হায়দারি সামান্য আহত হলেও পাশে বসে থাকা তার সহযোগী সিনেট ডিরেক্টর স্টাফ ইফতিখার মুঘল এবং গাড়ির চালক নিহত হন।

ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইডি) নাকি আত্মঘাতী হামলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত পরিষ্কার নয়।

কথিত ইসলামিক স্টেট-আইএস এই হামলার দায় স্বীকার করেছে।

হায়দারি জমিয়ত উলেমা-ই-ইসলামের (ফজল) নেতা। স্থানীয় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অভিষেক অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

চিকিৎসার জন্য হায়দারিকে কোয়েটার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। তিনি আশঙ্কামুক্ত এবং সুস্থ আছেন বলে জানান বেলুচিস্তান সরকারের মুখপাত্র আনোয়ারুল হক ককর।