পাক সেনাপ্রধানের মেয়াদ ৩ বছর বৃদ্ধি

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে আরও তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। সোমবার প্রধানমন্ত্রী ইমরান খান তার এ মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত দেন।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন ও জিয়ো নিউজের খবরে বলা হয়, আঞ্চলিক অস্থিরতা দমন ও দেশের নিরাপত্তারক্ষায় বিশেষ ভূমিকা রাখায় জেনারেল কামার জাভেদ বাজওয়াকে আরও তিন বছর সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বিশেষত পুলওয়ামাসহ কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সেনাবাহিনী তার নেতৃত্বে ভালো ভূমিকা রেখেছে বলে মনে করছেন দেশটির নীতিনির্ধারকরা।

সোমবার প্রধানমন্ত্রী দফতর থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে সেনাপ্রধানের মেয়াদবৃদ্ধির কথা জানানো হয়। গত ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলা নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধপরিস্থিতি মোকাবেলাসহ সম্প্রতি কাশ্মীর ইস্যুতেও সরব ভূমিকা পালন করেছেন জেনারেল বাজওয়া।