পারাপার বন্ধ, শিমুলিয়ায় যানবাহনের দীর্ঘ লাইন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বৈরী আবহাওয়া ও পদ্মার তীব্র ঢেউয়ে নৌযান চলাচল বন্ধ রয়েছে। ঘাট এলাকায় অন্তত ৭০০ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

শনিবার সকাল ৮টা পর্যন্ত নৌযান চলাচল শুরু হয়নি।

এর আগে গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে লঞ্চ ও স্পিডবোট এবং রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

যাত্রীরা বলছেন, লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল বন্ধ থাকায় তাদের দুর্ভোগে পড়তে হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ জানান, পদ্মার তীব্র ঢেউ ও বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ আছে। শুক্রবার রাত থেকে নৌরুট ফেরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

মো. খালেদ নেওয়াজ আরো জানান, শিমুলিয়া ঘাট এলাকায় অন্তত ৭০০ যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত ফেরি চলাচল শুরু হবে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌট্রাফিক পরিদর্শক মো. সোলেমান জানান, আজ সকাল লঞ্চঘাট এলাকায় যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। দুর্ঘটনা এড়াতে আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।