পা ‘চেঁছে’ উদ্ধার ৯ কেজি স্বর্ণ!

শুল্ক গোয়েন্দাদের তৎপরতায় দেশের বিমানবন্দর থেকে একের পর এক উদ্ধার হচ্ছে সোনার চোরাচালান। আর একের পর এক সোনা চোরাচালানের নতুন কৌশল বের করে চলছেন পাচারকারীরা।

সর্বশেষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবার এক যাত্রীর দেহ থেকে নয়টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। অভিনব কায়দায় পায়ে বেঁধে ওই সোনার বার পাচার করছিলেন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গতকাল বুধবার গভীর রাতে ব্যাংকক থেকে আসা যাত্রী সিরাজুল ইসলাম শরীরে স্বর্ণের বার বহন করে বিমানবন্দরের গ্রীন চ্যানেল পার হচ্ছিলেন। এ সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তিনি স্বীকার করেন মালয়েশিয়া থেকে স্বর্ণ নিয়ে ব্যাংকক হয়ে দেশে আসছিলেন।

পরে সিরাজুল ইসলাম দুই পায়ে বাঁধা স্বর্ণের বারগুলো নিজেই খুলে দেন। নয়টি স্বর্ণের বারের ওজন নয় কেজি। যার দাম চার কোটি ষাট লাখ টাকা বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।

এর আগে গতকাল বুধবার সকালে চট্টগ্রাম থেকে আসা দুই মহিলা যাত্রীর দেহ তল্লাশি করে আরো ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা।