পিইসিতে ছয়শতে ৬০০ পেয়ে দেশসেরা জেরিন

এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে ৬০০ পেয়ে দেশসেরা শিক্ষার্থী হয়েছে নওগাঁর মহাদেবপুর উপজেলার মেয়ে সারা জেরিন। সারা উপজেলার মালঞ্চ কিন্ডারগার্টেনের শিক্ষার্থী।

জেরিনের এ সাফল্যে তার পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, এলাকাবাসী, প্রশাসন সবাই উচ্ছ্বসিত। এরই মধ্যে বিভিন্ন মহল থেকে মেধাবী এ শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হচ্ছে।

মহাদেবপুর কলোনিপাড়ার বাসিন্দা জেরিনের বাবা সারোয়ার হোসেন একজন সরকারি চাকরিজীবী, মা গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে জেরিন ছোট।

মেয়ের সাফল্য প্রসঙ্গে সারোয়ার হোসেন বলেন, ‘সারা জেরিন স্কুল থেকে ফেরার পর রাতে পড়ার বিষয়গুলো নিয়ে ফলোআপ করতাম। তবে পড়ার বিষয়ে কখনো ওকে চাপ দিতে হয়নি। সে নিজের প্রবল ইচ্ছাশক্তি কাজে লাগাত। কোচিং বা প্রাইভেটকে খুব গুরুত্ব দিত না।’

মালঞ্চ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম এ শিক্ষার্থীর ব্যাপারে বলেন, ‘আমরা ওর ভেতর আলাদা একটা ট্যালেন্ট লক্ষ করি। সে অনুযায়ী ওকে দিকনির্দেশনা দিই। পরীক্ষায় সুন্দর হাতের লেখা ছিল সারা জেরিনের অন্যতম একটি গুণ। পড়াশোনার পাশাপাশি গান, কৌতুক আর আবৃত্তিতেও ওর আগ্রহ আছে।’

ছয়টি বিষয়ে ছয়শ নম্বরের পিইসি পরীক্ষায় এমন অভাবনীয় ফলাফলের ব্যাপারে কতটুকু আশাবাদী ছিল—এ ব্যাপারে জানতে চাইলে সারা জেরিন বলে, ‘আমি পরীক্ষা দেওয়ার পর দৃঢ়ভাবে আশাবাদী ছিলাম যে ট্যালেন্টপুল পাব।’ ভবিষ্যতে একজন ভালো মানুষ হওয়ার প্রত্যয় ব্যক্ত করে সারা বলে, ‘মানবসেবার জন্য আমি বড় হয়ে ডাক্তার হতে চাই।’

নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম এ শিক্ষার্থীর ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমরা সারা জেরিনের জন্য গর্বিত।’