পুলওয়ামায় ভারতীয় বাহিনীর ওপর ফের হামলা, ব্যাপক গোলাগুলি

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ফের ভারতীয় বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকালের পর পুলওয়ামার আরিহালে সেনাবাহিনীর একটি চলন্ত গাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে ৫ জওয়ান আহত হয়েছেন। খবর এনডিটিভি ও নিউজ এইটিনের।

খবরে বলা হয়, পুলওয়ামার আরিহাল গ্রামে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস বাহিনীর গাড়ীতে হামলা চালানো হয়েছে। এতে সেনাবাহিনীর ক্যাসপার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরই প্রবল গুলিবর্ষণ ও পাথর ছোড়া শুরু হয়। সন্ত্রাসীদের সঙ্গে এখনও গুলিবিনিময় চলছে বলে জানা গেছে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণে প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছিল। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে অভিযান চালায় ভারতীয় বিমানবাহিনী। ওই ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়।