পূজার আগে জমে উঠেছে কলকাতার নিউমার্কেট

কেনাকাটার জন্য শুধু পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাছেই নয়, পুরো ভারতবাসীর কাছেই জনপ্রিয় কলকাতার নিউমার্কেট। তাই যে কোনো উৎসব এলেই ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর হয়ে ওঠে নিউমার্কেট এলাকা। পূজার আগে তাই আবারও জমজমাট সেখানকার বাজার।

মহালয়ার পর থেকেই ক্রেতা-বিক্রেতার দখলে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার নিউমার্কেট। তরুণ-তরুণী, মধ্যবয়স্ক থেকে প্রবীণ সবার আগমণের কারণ দুর্গাপূজা উপলক্ষে কেনাকাটা।

ব্যাগ, জুতা, জিন্স, কসমেটিকস- কী নেই? ক্রেতাদের চাহিদার মাথায় রেখে বিভিন্ন রঙ ও ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

এক বিক্রেতা বলেন, ‘পোশাক আছে- কুর্তি, ওয়েস্টার্ন আইটেম। টপস আছে, ড্রেস আছে। ওয়ান পিস ড্রেস আছে, লং ড্রেস আছে, গাউন আছে।’

দরদামের সুযোগ থাকায় মার্কেটের ভেতরের দোকানের চেয়ে ফুটপাতেই বেশি ভিড় জমাচ্ছেন ক্রেতারা।

শুধু স্থানীয়রাই নন, পূজার বাজার করতে বাংলাদেশ থেকেও আসছেন ক্রেতারা।

এক বাংলাদেশি ক্রেতা বলেন, ‘বাংলাদেশে ইন্ডিয়ান ক্রেতাই থাকে বেশি। ওখানে প্রাইস বেশি। এখানে রেট কম আছে। এইজন্য কেনাকাটা করতে এসেছি।’

প্রতিদিন হাজার হাজার ক্রেতাদের নিরাপত্তার দিতে প্রস্তুত থাকার কথা জানালো কলকাতা পুলিশ।

‘সিভিলে প্রচুর ফোর্স আছে। ইউনিফর্মে প্রচুর ফোর্স আছে। মূলত যাতে তাদের কেউ বিরক্ত না করে। যতটা সম্ভব, আপ্রাণ আমাদের তরফ থেকে যেটা করার সেটা করার চেষ্টা করে যাব।’