পেট্রোল না, বিয়ারে চলবে গাড়ি!

আন্তর্জাতিক বাজারে যেভাবে পেট্রোলের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে মধ্যবিত্ত পরিবারের জন্য গাড়ি চড়ে বাইরে বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু এবার সেই সমস্যার সমাধান করলেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। জানা গেছে, বিয়ার থেকে পেট্রোল তৈরি করতে অভিনব একটি প্রযুক্তির সূচনা করেছেন তারা।

এ ব্যাপারে গবেষকেরা জানাচ্ছেন, বিয়ারে যে অ্যালকোহল থাকে তা আসলে ইথানল। সেই ইথানলই বুটানলে রূপান্তরিত করা হবে পেট্রোলের পরিবর্তে গাড়িতে ব্যবহার করার জন্য।

প্রসঙ্গত, ইথানল কিন্তু পেট্রোলের জন্য সঠিক প্রতিস্থাপন নয়। কারণ ইথানলের শক্তি সঞ্চয়ের ক্ষমতা অনেকাংশে কম পেট্রোলের তুলনায়। ইথানল সহজেই মিশে যেতে পারে পানির সঙ্গে। যা ইঞ্জিনের জন্য খুবই ক্ষতিকারক।

উল্লেখ্য, গবেষকেরা দীর্ঘদিন ধরে এই বিষয়টির উপর গবেষণা চালাচ্ছেন। এই বিষয়টি নিয়ে গবেষণা করতে গিয়েই তারা অত্যাধুনিক একটি প্রযুক্তির অবতারণা করেন।

যেটির নাম ক্যাটালিস্ট। এই প্রযুক্তির মাধ্যমেই ইথানল বুটানলে পরিবর্তন করা সম্ভব। যেকোনওরকম কেমিক্যাল রিঅ্যাকশনের স্পিড বাড়াতে সক্ষম এই বুটানল। পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতেও বুটানল গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেভ।