প্যারিসে পুলিশের ওপর হাতুড়ি হামলা

ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছের পুলিশের ওপর হাতুড়ি নিয়ে হামলা হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা বলছেন, প্যারিসের ক্যাথেড্রাল অব নটরডেমের বাইরের ওই হামলাকারী পুলিশের গুলিতে আহত হয়েছে।

ফরাসি গণমাধ্যম বলছে, সন্দেহভাজন হামলাকারী বুকে আঘাত পেয়েছেন। কর্মকর্তারা প্যারিসের এই হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে জানিয়েছে।

বিবিসি বলছে, ক্যাথেড্রালের ভেতরে প্রায় ৯০০ মানুষ রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিদে দেখা যাচ্ছে, অনেকেই হাত উপরে তুলে আছেন।

২০১৫ সালে প্যারিসে জঙ্গি হামলায় ১৩০ জনের প্রাণহানির পর থেকেই দেশটিতে জরুরি অবস্থা অব্যাহত আছে।

এদিকে হাতুড়ি হামলার পর ক্যাথেড্রাল এলাকা বন্ধ করে দেয়া হয়েছে। মানুষকে দূরে থাকতে বলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পর্যটকরা নিরাপত্তার জন্য দৌড়ে আশ্রয় নিয়েছেন।

প্যারিসের জনপ্রিয় পর্যটন স্থানগুলোর একটি নটরডেম। গত বছর এই এলাকার পাশেই হামলার চেষ্টা নস্যাৎ করে দেয় আইন-শৃঙ্খলাবাহিনী।