প্রকাশ্যে আমে মেশানো হচ্ছে বিষাক্ত কীটনাশক

এবারের আম উঠতে শুরু করেছে বাজারে। বুধবার মৌসুমের প্রথম গুটি জাতের আম গাছ থেকে নামিয়েছেন চাষি ও বাগান মালিকরা। এর মধ্যদিয়ে শুরু হলো এই মৌসুমের আম বাণিজ্য। কিন্তু এরইমধ্যে আমে বিষ মেশানোর খবর পাওয়া গেছে কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে।

বাণিজ্যিকভাবে আম চাষ শুরু হওয়ায় অধিক লাভের আশায় রাজশাহীর চরঘাটা বাঘা উপজেলার ব্যবসায়ীরা অসৎ পথ বেছে নিয়েছেন। আমের মৌসুম এখন। তাই চাহিদা বেশ। এই সুযোগে অপরিপক্ক আমে রং নিয়ে আসতে স্প্রে করা হচ্ছে। যাতে আম পাকা দেখায়। বেশি লাভের আশায় এই কাজটি করা হচ্ছে।

রাজশাহীর চরঘাটা বাঘা উপজেলায় আমের বাগানগুলোতে দেখা যায়, প্রকাশ্যে সরাসরি আমের উপর কীটনাশক দেওয়া হচ্ছে। কীটনাশকের এত গন্ধ যে, যারা স্প্রে করছেন তারা তা সহ্য করতে পারছেন না। তাই মুখে গামছা বেধে ওষুধ ছিটানো হচ্ছে।

এদিকে অপরিপক্ব ও কেমিক্যালমুক্ত আম বাজারজাত নিশ্চিতে বাগান ও আড়তগুলোতে সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে মাঠপ্রশাসন। এর আগে চাষি ও বাগান মালিকদের নিয়ে দফায় দফায় বৈঠকও করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ। তবুও ফল মিলছে না।