প্রকাশ্যে ঝগড়ায় মত্ত হলেন ট্রাম্প ও ট্রুডো!

সংঘাত বলা যাবে না। তার চেয়ে বরং জি ৭-এর বৈঠক নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে যে বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকেঝগড়া বলাই ভাল।

দুই রাষ্ট্রনেতার পারস্পারিক বিদ্রুপের জেরে জি-৭ শীর্ষ সম্মেলনের যৌথ বিবৃতি থেকে নিজেদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ট্রুডো হলেন ‘ভীষণ দুর্বল এবং অসৎ।’

ট্রাম্পের এই টুইটের পর পাল্টা টুইট এসেছে ট্রুডোর পক্ষ থেকে। ট্রাম্পের নাম না করে তিনি বলেছেন, ‘কানাডার মানুষ ভদ্র ঠিকই, কিন্তু তা বলে ধাক্কা খেতে আমরা রাজি নই।’

দুই নেতার এই ঝগড়ার আসল কারণ বাণিজ্য নিয়ে মতভেদ। ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা কিংবা মেক্সিকো থেকে আমদানি করা স্টিল এবং অ্যলুমিনিয়ামের উপর যে ভাবে বাড়তি শুল্ক চাপাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, তা মেনে নেয়া যায় না।

তিনি মনে করিয়ে দেন যে, প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে মার্কিন যু্ক্তরাষ্ট্রের পাশেই আছে কানাডা।