প্রকাশ্যে রিকশাচালককে পিটুনি নারীর, ভিডিও ভাইরাল

হাতে সময় কম। দ্রুত গন্তব্যে যেতে হবে। সেই দ্রুততা যে কেমন গতির হবে তা বুঝতে চান না নারী। যেন মুহূর্তেই তাকে পৌঁছে দিতে হবে।

কিন্তু রিকশাচালকের প্যাডেলের গতি পছন্দ নয় ওই নারীর। তাই আরও জোরে চালাতে নির্দেশ দেন। কিন্তু রিকশাচালক জানান, এর চেয়ে বেশি জোরে চালাতে পারবেন না। এতেই বিপত্তি চালকের।

ক্ষিপ্ত নারী চড়াও হন চালকের ওপর। শুরু করেন মারপিট। সপাটে থাপ্পড় দিতে থাকেন রিকশাচালককে। অকথ্য ভাষায় গালিগালাজও হয়।

ঘটনার ভিডিও দৃশ্য সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অনেক পথচারী ওই নারীর আচরণের প্রতিবাদ করছেন। তবে কোনো প্রতিবাদেই নিজের অবস্থান থেকে সরেননি নারী।

সামাজিকমাধ্যম ফেসবুকে ‘সাইবার ৭১’ এর অফিসিয়াল পেজে ভিডিওটি মঙ্গলবার শেয়ার করা হয়েছে। তবে ঘটনাটি কবে, কোথায় ঘটেছে তা উল্লেখ করা হয়নি। কিন্তু ঘটনা বাংলাদেশের তা অনুমান করা যাচ্ছে।

রিক্সাওয়ালার অপরাধ তাড়াহুড়ো করে চালাতে না পারা..!!

রিক্সাওয়ালার অপরাধ তাড়াহুড়ো করে চালাতে না পারা। আসলে ওতো মেশিন নয় মানুষ। সাধ্যের বাইরে তো সম্ভব নয়। বিপত্তি এখানেই। রিক্সাওয়ালা শারিরীকভাবে লাঞ্চিত, প্রতিবাদ করতে গিয়ে পথচারীরাও নাজেহাল।শেয়ার করে ছড়িয়ে দিন আমরা এর উপযুক্ত শাস্তি চাই প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করছি।

Posted by সাইবার ৭১ -We Hack to Protect Bangladesh on Tuesday, December 11, 2018