প্রকৌশলীকে রাস্তায় আটকে বিলে স্বাক্ষর নিলেন কর্মচারীরা (ভিডিও)

কর্মচারীদের পাওনা পরিশোধ না করে কর্মস্থল ত্যাগ করার সময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গাইবান্ধা পূর্ব ফিডারের নির্বাহী প্রকৌশলীকে রাস্তায় আটকে বিলে স্বাক্ষর নিয়েছে কর্মচারীরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় গাইবান্ধা শহরের ফকিরপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

কর্মচারীদের অভিযোগ, নির্বাহী প্রকৌশলী শামিম আহম্মেদ বিদ্যুৎ বিভাগের ৩০ জন বিল বিতরণকারী ও মিটার রিডারের পাওনার তিন লাখ টাকা না দিয়ে বদলী হয়ে নতুন কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। খবর পেয়ে কর্মচারীরা ফকিরপাড়ায় তার গাড়ী আটকান। এসময় কর্মচারীদের তোপের মুখে গাড়ীতে বসে তাদের পাওনা টাকার বিল পত্রে স্বাক্ষর করতে বাধ্য হন।

এ সময় ছবি তুলতে গেলে সময় সংবাদের ক্যামেরা বন্ধ করার চেষ্টা করেন নির্বাহী প্রকৌশলী শামীম আহম্মেদ। ঘটনার কারণ জানতে চাইলে কোন মন্তব্য করতে রাজী হননি শামিম আহম্মেদ। পাওনা টাকার বিলে স্বাক্ষর দিয়ে গাড়ী নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন নির্বাহী প্রকৌশলী।