প্রধানমন্ত্রীকে স্বাধীনতা যুদ্ধের ‘স্মারকচিহ্ন’ উপহার ভারতের

বাংলাদেশ ও ভারতের মধ্যে চতুর্থ যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

রোববার(২২ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মারকচিহ্ন উপহার দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। উপহার স্বারকে একটি পিস্তল দেয়া হয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে জেসিসির এক বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর সোনারগাঁও হোটেলে বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এ বৈঠক হয়। বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

দু’দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রোববার দুপুর ১টা ৪১ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে অবতরণ করে তাকে বহনকারী বিশেষ বিমানটি।

গত একমাসেরও কম সময়ের ব্যবধানে ভারতের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী বাংলাদেশ সফর করলেন।