‘প্রধানমন্ত্রীর আশপাশ দিয়ে বুলেট ঘুরপাক খাচ্ছে’

এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশপাশ দিয়ে বুলেট ঘুরপাক খাচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শেরে-বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। খবর: বাসস।

শেখ হাসিনাকে ১৭ বার হত্যার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘এখনো তার আশপাশ দিয়ে বুলেট ঘুরপাক খাচ্ছে। তবে রাখে আল্লাহ মারে কে।’

এসময় তিনি বলেন, ‘মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) ভুক্তির জন্য শিক্ষকদের আন্দোলন করার প্রয়োজন নেই। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আর কোনো আন্দোলনের প্রয়োজন পড়ে না।’

আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন- এমপিওভুক্তির ব্যাপারে আগামী বাজেটে নীতিমালা তৈরি করা হবে। নীতিমালায় যারা এমপিওভুক্তির আওতায় পড়বেন তারাই হবেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরে আর কোনো আন্দোলনের প্রয়োজন হয় না। আপনাদের দিকে তাকালেই মমতাময়ী প্রধানমন্ত্রী সব দুঃখ-কষ্ট বুঝতে পারেন।’

বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল হকের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কায়সার জীবন, বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।