প্রিয় অভিমান || আফসান আলম

প্রিয় অভিমান
আফসান আলম


আর নয় কান্নার গান
এখন থেকে গাইবো শুধুই সুখের গান
তোমায় নিয়ে আর কোনো মিছে স্বপ্ন দেখবো না,
বাঁধবো না,
আমার চিলেকোঠায় তোমার জন্য সুখ-প্রাসাদ
সবুজ ঘাসের বিছানা নয়তো মাটি হবে ঘর, আকাশ হবে ছাঁদ
কবি প্রতি রাতের নীরব কান্না শেষে এমনটাই ভাবে
খানিকবাদেই আবার উদাসিনতায় ডুব দেয় কবিতার অভাবে।

ডায়েরীর পাতার নিথর কবিতারাও তাকে বুঝতে পায়
অবসরে একে অপরের সঙ্গে আলিঙ্গন করে, সান্তনা দেয়
তার ভেজা চোখ ছোয়
কবির মন ছোয়,কথা কয়
একি সঙ্গে হৃদয়বিদারিত সুরে গান গায়।
শুধু রক্তে মাংসে গড়া কবিতা তার হাত ছোয় না
অকারণে স্বপ্ন ভেঙ্গে ফেলার খোঁজে না কোনো কারণ
মানস কবিতা বুঝতে পায় না তার দীর্ঘশ্বাস
কবি শুধু ভাঙ্গতে জানে কতিার বিশ্বাস
তার মতে কবি কেবল কাগজে লিখা কবিতার
এই নিয়ে তার অভিমান
কবির গড়া প্রতিটি দেয়ালের ইট অভিমান
সে যে ভাঙ্গাতে জানে না মান
তবুও কবির প্রিয় অভিমান!