‘ফণি’র বিদায়ে ফের সারাদেশে বাড়বে তাপমাত্রা

ঘূর্ণিঝড় ‘ফণি’ দুর্বল লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। ‘ফণি’র বিদায়ে ফের সারা দেশে বাড়বে তাপমাত্রা।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে একথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা ২-৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আর রাতের তাপমাত্রা বাড়তে পারে ১-৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বৃদ্ধির এই ধারা পরবর্তী তিন দিন অব্যাহত থাকবে।

এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।