ফাইনালের টিকিট কালোবাজারি করছে ভারতীয় সমর্থকরা!

বিশ্বকাপ ফাইনালে ভারত খেলবে এমন আশায় মোট টিকিটের ৫০ শতাংশেরও বেশি ভারতীয় সমর্থকরা আগে থেকেই কিনে রাখায় ফাইনালের টিকিটের জন্য রীতিমতো হাহাকার সৃষ্টি হয়েছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড সমর্থকদের মধ্যে।

রবিবার (১৪ জুলাই) ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের টিকিট কালোবাজারে লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ইএসপিএন জানায়, আইসিসির অনুমোদনহীন একটি টিকিট পুনর্বিক্রয়ের একটি সাইট ‘স্টাবহাবে’ ২৯৫ পাউন্ডের একটি টিকিটের দাম ১৬ হাজার ৫৮৪ পাউন্ড ধরা হয়েছে। বাংলাদেশি টাকায় এই মূল্য দাঁড়ায় প্রায় ১৭ লাখ টাকা।

এদিকে অননুমোদিত সাইট থেকে পুনর্বিক্রিত টিকিট বাতিল করা হবে বলে সতর্ক করেছে আইসিসি। তবে, তারপরও থামানো যাচ্ছে না কালোবাজারে ফাইনালের টিকিট বিক্রি।