‘ফিটনেসবিহীন গাড়ি যানজটের কারণ হতে পারে’

ঈদের আগে ও পরে রাস্তার জন্য দেশের কোথাও যানজট সৃষ্টি হবে না দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফিটনেসবিহীন গাড়ি যানজটের কারণ হতে পারে।

শুক্রবার সকালে রাজধানীর মাতুয়াইলে ফিটনেসবিহীন গাড়ি তৈরির কারখানায় অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফিটনেসবিহীন গাড়ি তৈরি নিয়ে পুলিশ ও বিআরটিএ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আমি আপনাদেরকে বলেছি- রাস্তার জন্য এবার যানজট হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের কোথাও রাস্তার জন্য যানজট হবে না, কিন্তু এই ফিটনেসবিহীন গাড়িগুলো যানজটের সৃষ্টি করতে পারে, সেটাই হলো কারণ।’

‘রাস্তায় যদি গাড়ি বিকল হয়ে যায় রেকার এসে সরাতে সরাতে দীর্ঘ যানজট তৈরি হয় এবং মিরপুরে যা দেখলাম- দুটি কারখানা, এখানে তো একটি দেখলাম, আরও আছে আমি খবর নিয়েছি। সেগুলোতেও অভিযান চলবে, বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘এগুলোর দায়িত্ব ছিল বিআরটিএর, তারা এ ব্যাপারে কেন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, এটা তো একটা বিপজ্জনক বিষয়। বিপজ্জনক একটা প্রবণতা যেটা রাস্তায় গাড়ি আটকিয়ে রাখে দুর্ঘটনা সৃষ্টি করে। ঈদের সময় কোটি মানুষ ঢাকা থেকে ঢাকার বাইরে চলে যাবে, এসময় ফিটনেসবিহীন লক্কর-ঝক্কর গাড়িগুলো রঙচঙ লাগিয়ে রাস্তায় নামানো হয়।’

‘এ ধরনের অবৈধ কাজ কারবার আজকে পুলিশের নাকের ডগায় হচ্ছে। পুলিশের যারা এখানে আছেন তারাও এগুলো নিয়ে ইনফর্ম করেননি। বিআরটিএ-পুলিশ উভয়ের এ নিয়ে দায়দায়িত্ব আছে।’

দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে কারখানা সিলগালা করার নির্দেশ দিয়ে কাদের বলেন, ‘এগুলো রাস্তায় যানজট এবং দুর্ঘটনা দুটিরই কারণ হয়ে যায়। কাজেই এর বিরুদ্ধে অভিযান চলবে। আমি বিআরটিএকে বলবো এখন বিআরটিএর প্রধান কাজ হলো ফিটনেসবিহীন গাড়িগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে। এখানে অপরাধ অনুযায়ী শাস্তির ব্যবস্থা নিতে হবে। ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় না আসে এর জন্য উৎসমুখ বন্ধ করতে হবে।’

‘যারা এসবের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ফিটনেসবিহীন অবস্থায় এই গাড়িগুলো রাস্তায় যাবে এজন্য কোনো রকম রঙচঙ দিয়ে বাইরের একটা রূপ দেওয়া হচ্ছে। এখানকার গাড়িগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট।’

‘আমি পুলিশ ও বিআরটিএকে বলবো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। যেসব কারখানা আজকে এসব অপকর্ম করছে তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা নিতে হবে। জরিমানা, শাস্তি, জেল-জুলুম এমনকি সিলগালাও করতে হবে।’

ফিটনেসবিহীন গাড়ি এবং উল্টো দিকে গাড়ি চালানো বন্ধ করারও নির্দেশ দেন তিনি।

কাদের বলেন, ‘একটা হলো ফিটনেসবিহীন গাড়ি আরেকটা হলো রং সাইডে সাধারণ-অসাধারণ ব্যক্তিদের গাড়ি চালানোয় যানজট। প্রভাবশালী অসাধারণ ব্যক্তিদের খুশি করার জন্য তাদের যেন রং সাইডে যেতে উৎসাহিত না করে। দশ জন ভিআইপিকে খুশি করতে গিয়ে লাখো মানুষকে কষ্ট দেওয়া চলবে না।’

ঈদের আগে রাজধানীতে সকল ধরনের খোঁড়াখুঁড়ি বন্ধের আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ফ্লাই ওভারের পরবর্তী অংশটা (ডেমরা রোড) সিটি করপোরেশনের। আমি সিটি করপোরেশন, বিটিসিএলের চেয়ারম্যানকে অনুরোধ করছি যে, মানুষের ভোগান্তি হচ্ছে এই রাস্তাটি অনতিবিলম্বে মেরামত করা হোক, রিপেয়ার করা হোক।’

‘আর সংশ্লিষ্ট ওয়াসা-ডেসা, চেয়ারম্যান ডিটিসিএসহ (ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ) সবাইকে আমি অনুরোধ করছি, কোনো খোঁড়াখুঁড়ি যেন ঈদের আগে এবং পরের কয়েক দিন যেন না হয়। এই খোঁড়াখুঁড়ির কারণে মানুষ রাজধানীতে ভীষণ কষ্টে আছে। কাজেই জনজীবনকে আর দুর্বিষহ না করে আপাতত খোঁড়াখুঁড়ি ডেসা হোক, ওয়াসা হোক, টেলিফোনের হোক এটা বন্ধ করতে হবে।’