ফিলিপাইনে ১১ বাংলাদেশি আটক

চোরাচালানের চাল পাচার করার সময় ফিলিপাইনি নৌবাহিনী মঙ্গলীয় পতাকাবাহী একটি জাহাজ আটক করে ২৭ হাজার বস্তা চাল জব্দ করেছে। এ ঘটনায় ওই জাহাজ থেকে ৬৬ জনকে আটক করা হয়েছে। যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি রয়েছেন।

ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা সিবুগে শহরের অলুটাতাঙ্গা দ্বীপ থেকে গত শনিবার রাতে অভিযান চালিয়ে জাহাজটি আটক করা হয়।

নেভাল ফোর্স অব ওয়েস্টার্ন মিন্দানাও (এনএফডব্লিউএম) এর রিয়ার এডমিরাল রেনে মেডিনা জানান, নৌবাহিনীর বিশেষ একটি দল এমভি ডায়ামন্ড ৮ নামের জাহাজটি জব্দ করে ২৭ হাজার ১৮০ বস্তা (প্রায় ১ হাজার ৩৫৯ মেট্রিক টন) চাল জব্দ করে; যার আনুমানিক মূল্য ৬৭.৯ মিলিয়ন পেসো।

মেদিনা জানান, জাহাজের কর্মচারীদের আটকের পর নেভাল ফোর্স অব ওয়েস্টার্ন মিন্দানাও (এনএফডব্লিউএম) বিষয়টি বাণিজ্য ও শিল্প বিভাগ, ব্যুরো অব কাস্টম এবং আঞ্চলিক পুলিশের অপরাধ তদন্ত ও সনাক্তকরণ গ্রুপকে জানিয়েছে।

দ্য ফিলিপাইন স্টারের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তবে ওই প্রতিবেদনে আটক বাংলাদেশিদের পরিচয় প্রকাশ করা হয়নি।