ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানকে নিষিদ্ধ ঘোষণা করল ফিফা

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জিব্রিল রাজবকে এক বছরের জন্য নিষিদ্ধ করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বছরের শুরুতে ইসরাইলে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ ঠেকাতে তিনি দেশটির ফুটবল ভক্তদের লিওনেল মেসির জার্সি ও ছবি পোড়াতে বলেছিলেন। খবর আলজাজিরার।

এ ব্যাপারে ফিফার কাছে ইসরাইল নালিশ দেয়ায় সব ধরনের ফুটবল থেকে জিব্রিল রাজবকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হলো। একই সঙ্গে ফিফা তাকে ২০ হাজার ডলার জরিমানাও করেছে।

তার ওই উত্তেজনা ছড়ানো ঘোষণার জন্য ফিফা তাকে এ শাস্তি দিয়েছে বলে শুক্রবার বিশ্ব ফুটবলের ওই নিয়ন্ত্রক সংস্থার দেয়া বিবৃতিতে জানানো হয়।