ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড

সিলেটের ফেঞ্চুগঞ্জে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি উপকেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে।

এতে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সোমবার সকাল ১০টায় ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানা ও পালবাড়ির মধ্যখানে অবস্থিত ২৩০ কেভি ক্ষমতাসম্পন্ন উপকেন্দ্রে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে ৩০০ এমবিএ ট্রান্সফরমারের জাতীয় সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এর মাধ্যমে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্র, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

খবর পেয়ে ফায়ার ব্রিগেডের চারটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পর দুপুর ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এছাড়া অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়।

এতে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও আগুনের লেলিহান শিখা দেখা যায়। এতে তারা লোকজন আতংকিত হয়ে পড়েন।

ঘটনার ব্যাপারে সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী রতন কুমার বলেন, কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে- তা এখনও বলা সম্ভব নয়। শর্টসার্কিট না অন্য কারণে অগ্নিকাণ্ড ঘটেছে- তা পরে জানা যাবে।