ফের প্রশ্নফাঁস, দাওরায়ে হাদিসের আজকের পরীক্ষা স্থগিত

আল্লামা আহমদ শফীর নিয়ন্ত্রণাধীন কওমি মাদ্রাসাগুলোর সরকারি বোর্ড আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে চলমান দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষায় ফের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে আজ বৃহস্পতিবারের আবু দাউদ শরিফের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে হাইয়াতুল উলয়ার সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস সাংবাদিকদের জানান, জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে স্থগিত হওয়া পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।

এর আগে ৮ এপ্রিল থেকে আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের আয়োজনে সারা দেশের কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিসের পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ধারাবাহিকভাবে প্রশ্নফাঁস হওয়ায় সে সময়ের সব পরীক্ষা বাতিল করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি জরুরি বৈঠক করে ২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত পুনরায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়।