ফেসবুকে ‘গুজব’ : অভিনেত্রী নওশাবা ৪ দিনের রিমান্ডে

নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে ফেসবুকে ‘গুজব’ ছড়ানোর অভিযোগে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক এ রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বিকাশ কুমার পাল নওশাবাকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার রাতে নওশাবাকে উত্তরা এলাকা থেকে আটক করে র‌্যাব-১। পরে জিজ্ঞাসাবাদের জন্য রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১ এর কার্যালয়ে নেয়া হয় নওশাবাকে।

তার বিরুদ্ধে অভিযোগ, ঘটনার সময় জিগাতলায় না থেকেই উত্তরার একটি শ্যুটিংস্পট থেকে ফেসবুক লাইভে যান নওশাবা।

শনিবার বিকালে ধানমন্ডিতে শিক্ষার্থীদের সঙ্গে দুর্বৃত্তের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ফেসবুক লাইভে আসেন ঢাকা অ্যাটাক চলচ্চিত্রের অভিনেত্রী নওশাবা। ওই সময় জিগাতলায় চারজন নিহত ও কয়েকজন আটক আছেন জানিয়ে তাদের বাঁচানোর অনুরোধ করেন তিনি।

রোববার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে উত্তরা মডেল থানায় এই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা (নং ৮) করে র‌্যাব।