বইমেলায় আরিফ মজুমদারের ‘অদেখা প্রিয়মুখ’

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও সাংবাদিক আরিফ মজুমদারের নতুন বই ‘অদেখা প্রিয়মুখ’। প্রকাশ করেছে বর্ষা দুপুর (স্টল নং ২৯৬-২৯৭)। বইটি মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে।

প্রেম-ভালোবাসার আবেগ-অনুভূতি, জীবনের অপ্রাপ্তি, অতি প্রিয়জনকে হারানের বেদনা, সর্বোপরি নাগরিক সমাজের বিদ্রুপাত্মক আচরণ বইয়ের প্রতিটি পাতায় শব্দে শব্দে মূর্ত হয় উঠেছে।

এক জীবনে মানুষ অনেক কিছুই দেখার মতো সময় নিয়ে জন্মায়নি। আবার বেঁচে থেকেও কখনো কখনো কঠিন বাস্তবতার কারণে অতি প্রিয়জনের মুখটিও স্বচক্ষে না দেখেই সারাটি জীবন কাটিয়ে দিতে হয় নিদারুণ আত্ননাদে।

তবুও কেউ কেউ বুকের গভীরে অতি গোপনে পুষে রাখে অদেখা প্রিয় মানুষটির অদেখা মুখটি। ‘অদেখা প্রিয়মুখ’ বইটির প্রচ্ছদ করেছেন হিমেল হক।

প্রসঙ্গ, ২০১৭ সালের বইমেলায় আরিফ মজুমদারের ‘অনাকাঙ্ক্ষিনী’ উপন্যাসটি প্রকাশের পর ২০১৯ সালের বইমেলায় প্রকাশ পেল ‘অদেখা প্রিয়মুখ’।