বঙ্গবন্ধুর ৬ খুনি এখনও পলাতক

বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণার পর, প্রায় ৯ বছর পেরিয়ে গেলেও বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারের আপত্তি না থাকলেও সেখানে পলাতক খুনিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনগত জটিলতাই এখন বড় বাধা। তবে সরকারের নানা উদ্যোগে এক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সরকারের উদ্যোগ অব্যাহত থাকলে বর্তমান সরকারের মেয়াদকালেই যুক্তরাষ্ট্র থেকে রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনা সম্ভব বলে জানান কূটনৈতিকরা।

২০০৯ সালের ১৯ নভেম্বর সারাবিশ্বের আলোচিত এই হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা হয়। মৃত্যুদন্ডপ্রাপ্ত ১২ আসামীর মধ্যে, কারাগারে থাকা পাঁচ খুনীর ফাসিঁর আদেশ কার্যকর এবং একজন বিদেশে মারা গেলেও, বাকী ছয়জন নয় বছর ধরে বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছেন। এরমধ্যে এএম রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী অবস্থান করছেন কানাডায়। বাকী চারজন পাকিস্তানে থাকার কথা জানা গেলেও সরকারীভাবে এখনো তা নিশ্চিত করেনি দেশটি। কানাডা থেকে নূর চৌধুরীকে ফিরিয়ে আনার ক্ষেত্রে দেশটির সরকারের আপত্তি না থাকলেও আইনগত জটিলতাই এক্ষেত্রে বড় বাধা বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনতে আইনগত বাধা না থাকায় যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘রাশেদ ও নূর চৌধুরকে দেশে ফিরিয়ে আনতে অনেক দূর এগিয়েছি। সরকারি পর্যায়ে বুঝাতে সক্ষম হয়েছি যে, তাদের বিচারের রায় কার্যকর করতে সেই রাষ্ট্রগুলির সহায়তা করা উচিত। এই বিষয়ে কোনো দ্বিমত নেই। যেখানে সমস্যা তা হচ্ছে সেই দেশের আইন। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে জটিলতা নেই কিন্তু কানাডাতে যেটি আছে, তা হচ্ছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে তারা ফেরত পাঠান না।’

তিনি আরো বলেন, ‘নূর চৌধুরিকে বাংলাদেশে ফেরত আনলে তাঁকে ফাঁসির কাস্টডিতে ঝুলতে হবে। এটা সে কানাডার আদালতে বলে তাদের প্রটেকশন চেয়েছে। আমরা সেই জায়গায় লিগাল রুটে গিয়েছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা প্রতিনিয়ত আলাপ করছি এবং কোনো ডিজআগ্রিমেন্ট নেই।’

এদিকে সাবেক কূটনীতিক ওয়ালিউর রহমানের মতে, কানাডার বিদ্যমান আইনেই উদ্যোগ নেয়া হলে নূর চৌধুরীকেও ফেরত আনা সম্ভব। তিনি বলেন, ‘তাকে যাবদজ্জিবন দিয়ে কানাডা সরকারের সঙ্গে আলোচনা করা উচিত। রাশেদ আমেরিকাতে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলো কিন্তু পাইনি। আদলতে সে হেরে গেছে। আশা করছি নির্বাচনের আগে আমরা তাকে পাবো।’

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত এসব খুনীদের ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারী পর্যায়ে উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি। কানাডার আইনে নিরাপত্তা চেয়ে নূর চৌধুরী আবেদন করলেও সেখানকার সরকার তার পক্ষে রায় দেয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।