বনানী অগ্নিকান্ড : সেই স্পাইডারম্যান জসিমকে সংবর্ধনা

শেরপুরের সন্তান জসিম উদ্দিন। যিনি নিজের জীবন বাজি রেখে পানির পাইপ বেয়ে সাততলায় উঠে একজন বিদেশি ও নারীসহ পাঁচজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন। রাজধানীর বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের সময় উদ্ধারকাজে সাফল্য দেখিয়ে যিনি ইতিমধ্যেই ‘স্পাইডারম্যান’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাঁকে সোমবার শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক আনারকলি মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় জসিম উদ্দিন অগ্নিকাণ্ডে আটকে পড়া মানুষকে জীবন্ত উদ্ধার করে আনার রোমাঞ্চকর অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র দেখতে পেয়ে ছুটে যান। কিন্তু ওই ভবনে ঢোকার সুযোগ না পেয়ে স্পাইডারম্যানের মতো পাইপ বেয়ে বিল্ডিংয়ের সাততলায় উঠে যান। সেখানে গ্রিল বেয়ে প্রথমে একজন নারীকে উদ্ধার করেন। পরে শ্রীলঙ্কার এক অধিবাসীসহ আরো তিনজনকে উদ্ধার করেন। সে সময় তিনি বৈদ্যুতিক তার বেয়ে নামা অনেক মানুষকে নামতে নিষেধ করেন। কিন্তু তাঁর কথা না শুনে দুজন তাঁর চোখের সামনে নিচে পড়ে মারা যায়।

উদ্ধারকাজে তাঁর সহায়তার সব ঘটনা সেভাবে মানুষ না জানলেও এক নারীর জীবন বাঁচানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। জীবনের ঝুঁকি নিয়ে তাঁর এ মানবিক কাজের জন্য বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাঁকে অভিনন্দন জানায়, প্রশংসিত করে। শেরপুরের সংবর্ধনাসভায় জেলা প্রশাসক আনারকলি মাহবুব তাঁর বক্তব্যে এ সাহসী অকুতোভয় যুবককে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে তাঁর হাতে ফুলের তোড়া ও নগদ ১০ হাজার টাকা ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন।