বরফ ফুঁড়ে উঠে এল দৈত্যাকৃতির সাবমেরিন! (ভিডিও)

আর্কটিক মহাসাগরের ১৬ ইঞ্চি জমাট বরফ ফুঁড়ে মাথাচাড়া দিল ইউএস নেভাল ফাস্ট-অ্যাটাক সাবমেরিন। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের দ্রুতগতির সাবমেরিন ইউএসএস হার্টফোর্ড। শুধু মাথাচাড়া দেয়াই নয়, রীতিমতো ৩ ফুট শক্ত বরফ ভেঙে ওপরে উঠে এসেছে এই শক্তিশালী ডুবোজাহাজ। আর সেই দৃশ্য এখন সামাজিকমাধ্যমে ভাইরাল। খবর কলকাতা২৪ এর।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কিছু দিন আগে আর্কটিকে গিয়েছিলেন ইউএসএস হার্টফোর্ডের পরীক্ষা করতে। হার্টফোর্ড পরীক্ষা চলার সময় আলাস্কার পুরু বরফের আচ্ছাদন ভেঙে উঠে আসে সেটি। সৈন্যরা সাবমেরিন থেকে বেরিয়ে শাবল দিয়ে বরফ ফাটিয়ে সাবমেরিনের ঢাকনা খোলেন। পুরো প্রক্রিয়াটিই চলে হাড় কাঁপানো ঠাণ্ডায়।