বাংলাদেশি সেনাদের প্রশংসায় জাতিসংঘ

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি আ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল কার্লোস হামবার্টো লইটি’র সঙ্গে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডা. মো মোজাম্মেল হক খানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সম্প্রতি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ দ্বিতীয় স্থান লাভ করায় অভিনন্দন জানান লইটি।
একইসঙ্গে শান্তিরক্ষা মিশনে কর্মরত শান্তিরক্ষীদের পেশাগত দক্ষতা এবং দায়িত্বপালনের ভূয়সী প্রশংসাও করেন তিনি। আগামী দিনগুলোতে বাংলাদেশের এই ভূমিকা অব্যাহত থাকবে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন লইটি।

অন্যদিকে শান্তিরক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতির কথা জানিয়ে সিনিয়র সচিব ডা. মো মোজাম্মেল হক খান বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ভবিষ্যতেও বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করবে এবং নিবেদিতভাবে কাজ করে যাবে।