বাংলাদেশের ভয়-ডরহীন ক্রিকেটে মুগ্ধ ভারতও

বাংলাদেশ ওয়ানডে, টেস্টের পর এবার টি-টুয়েন্টি ক্রিকেটেও নিজেদের ‘ব্র্যান্ড’ এর পরিচয় দিয়েছে শ্রীলঙ্কায়। যেটিকে টাইগার দল বলছে ‘বাংলাদেশি ব্র্যান্ড টি-টুয়েন্টি’। আর সেই খেলায় ভারতও মুগ্ধ। বিশেষ করে ফাইনালে যা করলো টাইগার দল। শিরোপা জিতেছে ভারত দল অনেকটা ভাগ্যের জোরেই শেষে। কিন্তু তাদের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা সাকিব-মুশফিকদের মানসিকতায় মুগ্ধ হয়ে রোববার ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘(বাংলাদেশ) ভয়-ডরহীন ক্রিকেট খেলে। এটা সবসময় ভালো।’

শ্রীলঙ্কাকে নিদাহাস ট্রফির লিগ পর্বের দুই ম্যাচে সেই আগ্রাসী ক্রিকেট খেলেই হারিয়েছে বাংলাদেশ দল। দু’টি ম্যাচই ছিল রোমাঞ্চকর। তবে সব রোমাঞ্চকে ছাপিয়ে গেছে বুঝি ফাইনাল এবং নির্দিষ্ট করে বললে এই ম্যাচের শেষ তিন ওভার। ১৮তম ওভারের আগে ১৮ বলে ৩৫ রান দরকার ছিল ভারতের। শিরোপার কাছেই। কিন্তু ওই ওভারটি মেইডেন উইকেটের মোস্তাফিজুর রহমানের। লেগ বাই থেকে একটি রান পায় ভারত। এরপর রুবেল হোসেন ২২ রান দিয়ে ফেললেও সৌম্য সরকারের শেষ ওভারটি নাটকীয়তার বাড়ায়। শেষ বলে ৫ রানের দরকার ভারতের। ছক্কা মেরে জেতান দিনেশ কার্তিক। ৪ উইকেটে জিতে তিনজাতি আসরটির শিরোপা ভারতের হারতে হারতে।

আর এমন একটি দলের বিপক্ষে ফাইনালে নিজের দলকে নেতৃত্ব দিতে পেরেও খুশি রোহিত শর্মা। ড্যাশিং এই ব্যাটসম্যান বলেছেন, ‘(বাংলাদেশ) ভয়-ডরহীন ক্রিকেট খেলে। এটা সবসময় ভালো। কখনো কখনো এটা আপনাকে আঘাত করবে ফল নিজেদের পক্ষে না গেলে কিন্তু এই স্টাইলেই তারা ক্রিকেট খেলতে চায়। তারা অবশ্যই একটা ভালো দল…শেষ তিন বছরে আমরা দেখেছি তারা তাদের ক্রিকেট খেলার স্টাইলটাই বদলে ফেলেছে।’

সূত্র : নিউজ এইটিন।